রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ চলছে

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ চলছে

এক সপ্তাহের টানা বর্ষণে ফরিদগঞ্জ উপজেলায় পৌর এলাকাসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে কৃত্রিম বন্যার মধ্যে পড়া লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত শুক্রবার পৌর এলাকার বন্যাদুর্গত এলাকা থেকে আগত ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ৫৫টি পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা ত্রাণ দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানিয়েছেন, এ পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওঠা তিনশত পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে। পুরো উপজেলায় ২২শ’ পরিবারকে ১০ কেজি করে চাল গত দুদিনে দেয়া হয়েছে। আরো ১৬শ’ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে। এদিকে বেসরকারিভাবে বা ব্যক্তিগতভাবেও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। রূপসা উত্তর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এ পর্যন্ত ৫শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যুবসমাজের একজন গণমাধ্যমকর্মী জাহিদ হাসান। অন্যদিকে রূপসা উত্তর এলাকায় সমাজসেবক ফারুক খান জানান, তিনি গত দুদিনে অন্তত পাঁচ শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

পৌর এলাকার কেরোয়াতে প্রবাসী ও স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে দুদিনে দু শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে সাখাওয়াত হোসেন।

পৌর এলাকার ফ্রেন্ডস ফোরামের পক্ষে শতাধিক পরিবারকে খাবার বিতরণ করা হয়েছে বলে ফোরামের পক্ষে আল আমিন নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়