রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

ইউপি মেম্বারের কাণ্ড

টাকার বিনিময়ে সরকারি ত্রাণ!

নুরুল ইসলাম ফরহাদ ॥
টাকার বিনিময়ে সরকারি ত্রাণ!

ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মুরাদ টাকার বিনিময়ে সরকারি ত্রাণ বিতরণ করেছেন। টাকা দিলে ত্রাণ মিলছে, অন্যথায় নয়। তার এই ন্যাক্কারজনক কাজে উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় ফরিদগঞ্জে। এটি স্মরণকালের ভয়ঙ্কর জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার কারণে গোটা উপজেলার লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে। নিম্নাচল বিশেষ করে চর এলাকায় বাসা- বাড়িতে পানি প্রবেশ করায় অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। এমতাবস্থায় ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন নেমে পড়েছে মানবতার সেবায়। যে কোনো মানবিক সহযোগিতায় অসহায়দের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর তরুণ সমাজ। নিজের শ্রম এবং পকেটের টাকা খরচ করে খেয়ে না খেয়ে মানুষের ঘরে ঘরে এবং আশ্রয়কেন্দ্রে গিয়ে খাবার সামগ্রী দিয়ে আসছেন। অথচ এই ইউপি সদস্য আশ্রয় কেন্দ্রে ওঠা অসহায় ৩৩ পরিবারের কাছে ১০০ টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী দিয়েছেন। এমন অমানবিক ঘটনা ২৩ আগস্ট শুক্রবার ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঘটেছে। আশ্রয় কেন্দ্রের বেশ ক'জনের সাথে কথা বললে তারা জানান, মেম্বার তাদের কাছ থেকে এক প্রকার জোর করে টাকা নিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মেম্বার মুরাদ বলেন, আমি যাতায়াত বাবদ পরিবার প্রতি ৫০ টাকা করে নিয়েছি।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজহারুল আলম আকরাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। টাকা নেওয়ার বিষয়টি আমি এখন জানলাম। এটা সে ঠিক করেনি। আমি তাকে টাকা নিতে বলিনি।

উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল বলেন, অমানবিক কাজ করেছে সে। এটা সে করতেই পারে না। ঘটনা শুনে আমার কাছে অনেক খারাপ লাগছে। বিষয়টি লজ্জার। আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়