প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
তরুণ স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রনির ইন্তেকাল
ফরিদগঞ্জ উপজেলার হতদরিদ্র মানুষের প্রয়োজনে প্রতিনিয়ত ছুটে চলা তরুণ স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম রনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তার কর্মস্থল ফরিদগঞ্জ এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারে হঠাৎ ঘুরে পড়ে যান। শারীরিক পরিস্থিতির অবনতি দেখে সহকর্মীরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাইদুল ইসলাম ফরিদগঞ্জ এশিয়ান ডায়াগনস্টিক সেন্টারের সহকারী এক্স-রে টেকনোলজিস্ট হিসেবে কর্মের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'মানব সেবা সংস্থা'র চাঁদপুর জেলার সভাপতি ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন দরে কাজ করে আসছিলেন। স্থানীয়রা বলেন, তিনি অত্যন্ত বিনয়ী ও হাসিখুশি মানুষ ছিলন। সবসময় সামাজিক ও ধর্মীয় কাজে এগিয়ে যেতেন, এলাকার সবার সাথে মিলেমিশে চলতেন। তার বাবা প্রায় এক বছর পূর্বে মারা যান। পরিবারের মধ্যে তিনি সবার ছোট, তার আয়ে সংসার চলতো। মৃত্যুর ২ ঘন্টা পূর্বেও তিনি বন্যার্তদের জন্যে সকলের কাছে ত্রাণের সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় আব্দুল কাদের খান সোহাগ বলেন, সাইদুল ইসলাম রনি তার কর্মস্থলে ঘুরে পড়ে যান, মুখ দিয়ে লালা বের হয়, তারপর ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে আশে। তার জানাজার নামাজ বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।