রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে চাঁদপুর থেকে ১৭টি স্পিডবোট নিয়ে গেলেন শিক্ষার্থীরা

বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনও যাচ্ছে

অনলাইন ডেস্ক
ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে চাঁদপুর থেকে ১৭টি স্পিডবোট নিয়ে গেলেন শিক্ষার্থীরা

ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে চাঁদপুর থেকে শিক্ষার্থীরা ১৭টি স্পিডবোট নিয়ে গেছেন। গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে নিয়ে যান। সেই সঙ্গে অন্তত ৫০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে গেছেন।

চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভির হোসেন বলেন, ‘আমরা বেশ কিছু শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়েছি। ইতোমধ্যে সব ক'টি ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে এসব স্পীডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের এ কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।’

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পীডবোটের চালক নাজমুল মল্লিক বলেন, শিক্ষার্থীসহ অন্য অনেকেই বন্যায় আটকে পড়াদের উদ্ধারে স্পীডবোট ভাড়া নিচ্ছেন। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা পড়ছে। এছাড়া চাঁদপুর থেকে ট্রাকে করে নেওয়া-আনা, প্রতিদিন উদ্ধারকাজ চালানো ও চালকের খরচ ভাড়া নেওয়া ব্যক্তিরাই বহন করছেন। সূত্র : প্রথম আলো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক-অরাজনৈতিক-সামাজিক বিভিন্ন সংগঠন ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে স্পীড বোট, ত্রাণ সামগ্রী ও স্বেচ্ছাসেবক নিয়ে রওনা দিয়েছে এবং পৌঁছেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামী, বদলাও ইয়ূথ ফাউন্ডেশন, তারুণ্যের অগ্রদূত ইত্যাদি রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়