রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০

১৫ দিন আত্মগোপনে ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন

শামীম হাসান ॥
১৫ দিন আত্মগোপনে ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন আত্মগোপন চলে যান। অফিস সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে ৭ ও ৮ আগস্ট ছুটির দরখাস্ত দিয়ে আত্মগোপনে চলে যান তিনি। ২০ আগস্ট মঙ্গলবার পর্যন্ত তিনি অফিসে আসেননি। অর্থাৎ কর্মস্থলে তিনি ১৫ দিন অনুপস্থিত।

এদিকে গতকাল ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করে সরকার। নতুন পৌর প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয় ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানকে। আত্মগোপনে থেকে ক্যাশিয়ার গিয়াসউদ্দিন ৮-১১ আগস্ট চেকের মাধ্যমে ৫ লাখ ৩৮ হাজার টাকা তুলে নেন। ১৩ আগস্ট মঙ্গলবার স্থানীয় ও জাতীয় একাধিক পত্রিকায় (তার বিলাসবহুল বাড়ি, মার্কেট, জমি নিয়ে) শিরোনাম করে সংবাদ প্রকাশিত হয়। তার দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তার পদত্যাগের দাবিতে পৌরসভা কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিনের মুঠোফোনে কল দিলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান জানান, ৭ ও ৮ আগস্ট দুইদিন ছুটি নেন ক্যাশিয়ার। তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়