রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০০:০০

গণসমাবেশ সফলের লক্ষ্যে যৌথসভায় শেখ মোঃ জয়নাল আবদিন

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র চাই

অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র চাই

আগামী ২৩ আগস্ট শুক্রবার বিকেল তিনটায় চাঁদপুর সদর উপজেলা ও শহর শাখার গণসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা কার্যালয়ে সদর উপজেলা শাখার উদ্যোগে সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময় এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি ।

আগামী ২৩ আগস্ট সদর ও শহরের উদ্যোগে আয়োজিত গণসমাবেশকে সর্ব দিক থেকে সফল করার লক্ষ্যে উপজেলার সহযোগী সংগঠনসহ সকল দায়িত্বশীলকে

ইসলামের সুমহান বার্তা নিয়ে গণমানুষের কাছে ছড়িয়ে পড়তে হবে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন । বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। যৌথ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার মোঃ বেলাল হোসাইন।

যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, মোহাম্মদ আল-আমিন, নির্বাহী সদস্য মাওলানা শফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি মুহা. মাসুদসহ ছাত্র ও যুব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়