প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মোস্তফা খান সফরী
বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটকে কখনোই সমর্থন করে না
চাঁদপুরের কৃতীসন্তান, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, শহিদের রক্তের মাধ্যমে অর্জিত বিজয় কোনো অপশক্তিকে নষ্ট হওয়ার সুযোগ দিবে না বিএনপি। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুন রূপে গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করেছে। অনেক ত্যাগ তিতীক্ষা ও রক্তের বিনিময়ে আমাদের আজকের এই বিজয়। অতএব এটিকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটিকে বাস্তবায়ন করতে হবে। জনগণের পক্ষে আমাদের সকল নেতা-কর্মীকে কাজ করতে হবে। দলের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এটি আমাদের নেতার নির্দেশ।
তিনি আরো বলেন, বিএনপির নেতা-কর্মীরা এবং অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী কখনোই কোন সন্ত্রাস নৈরাজ্য, লুটপাটকে সমর্থন করে না। এই ধরনের কর্মকাণ্ড জড়িত হতে পারে না। এটি আমরা বিশ্বাস করি। এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য।
এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অপশক্তিকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মোস্তফা খান সফরী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় উল্লিখিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।