সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

ট্রেন চলাচল শুরু

কাল চাঁদপুর থেকে ছেড়ে যাবে মেঘনা

স্টাফ রিপোর্টার ॥
কাল চাঁদপুর থেকে ছেড়ে যাবে মেঘনা

৯ দিন পর গত মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল। চাঁদপুরে সাগরিকা মেইল ট্রেন দিয়ে শুরু হয় চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। চট্টগ্রাম রেলস্টেশন থেকে সঠিক সময়ে সাগরিকা ট্রেন ছেড়ে আসে। বেলা ১১টা ৫০ মিনিটের সময় লাকসাম স্টেশন থেকে সাগরিকা ট্রেনটি চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১টা ৪৫ মিনিটে পুনরায় চাঁদপুর থেকে ছেড়ে যায়। তবে প্রথম দিন যাত্রী সংখ্যা তুলনামূলক কম হয়েছে বলে টিকেট কাউন্টারের শাহআলম জানিয়েছেন।

এদিকে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস আজ ১৫ আগস্ট চলাচল শুরু করার নির্দেশনা রয়েছে বলে জানান চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার। তিনি বলেন, পনের আগস্ট মেঘনা আন্তঃনগর এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর আসবে। আর চাঁদপুর থেকে ১৬ আগস্ট ভোরে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও তিনদিন পর আবারও তা বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়