সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে কাজের গতি ফিরিয়ে আনতে পুলিশের মোটর শোভাযাত্রা

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে কাজের গতি ফিরিয়ে আনতে পুলিশের মোটর শোভাযাত্রা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে বিক্ষোভকারীরা পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ চালায়। এরপর থেকেই পুলিশের কাজের গতি স্থবির হয়ে পড়ে।

বর্তমান সরকারের তৎপরতায় পুলিশের কাজের গতিকে ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠে পুলিশ কর্মকর্তা ও সদস্য সহ সকলে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজারসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাসস্ট্যান্ড এলাকায় শোভাযাত্রাটি পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা।

শোভাযাত্রায় ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিউল হক, থানায় নব যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সরকার, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সরকার বলেন, আমরা আমাদের ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-জনতার সকলকে নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা চাই পুলিশ তার মানবিক কার্যক্রম ও সেবামূলক কাজ দৃঢ়তার সাথে শুরু করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়