প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
৫ সেপ্টেম্বর রোববার চাঁদপুর জেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একইদিন ৫৫ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৯.৯৪ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৯ জনসহ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হলো ১৪৫৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪০০০ জন। মারা গেছেন ২৩১ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৪৪ জন।
রোববার শনাক্ত হওয়া ১৯ জন হচ্ছে : চাঁদপুর সদর ৮, হাজীগঞ্জ ৫, মতলব দক্ষিণ ১, কচুয়া ৩ ও মতলব উত্তর উপজেলায় ২ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।