সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

কচুয়ায় আলমগীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় আলমগীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়ায় স’মিল মিস্ত্রী মোঃ আলমগীর হোসেন (৪০)কে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে কচুয়া পৌর বাজারের পল্টন ময়াদানে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আলমগীর হোসেনের স্ত্রী খালেদা বেগম, তার চাচাতো ভাই ইসমাইল হোসেন ও সহিদুল ইসলাম, তার সহকর্মী হাসান আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, একই বাড়ির মৃত শামছুল হকের পুত্র জামাল হোসেন ও তার স্ত্রী মাইনুর বেগম পূর্বপরিকল্পিতভাবে গত ৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ স’মিল মিস্ত্রী আলমগীর হোসেনকে ৮/১০ জন লোকজনের মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাদের হামলায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আলমগীর হোসেন। আমরা অচিরেই আলমগীর হত্যার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাই।

নিহত আলমগীরের স্ত্রী খালেদা বেগম বলেন, গত মঙ্গলবার বিকেলে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাড়ির অন্য অংশীদারদের সাথে আমাদের ঝগড়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে হাজী জামাল ও তার স্ত্রী মাইনুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। আমি ও আমার পরিবারের অন্যরা এগিয়ে আসলে তাদের হাতে আমরাও হামলার শিকার হই। আমার দুই ছেলে আবু রায়হান (১০), বায়েজিদ (৬) ও মেয়ে ফাতেহা আক্তার (৩) নামের ৩টি সন্তান রয়েছে। অকালে স্বামী হারিয়ে এতিম তিন সন্তাকে নিয়ে আমি কোথায় গিয়ে ঠাঁই নিবো। যারা আমার সন্তানদেরকে এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়