সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পেলেন মাঈনুল ইসলাম

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পেলেন মাঈনুল ইসলাম

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে সমিতি মিলনায়তনে এই সভায় অংশ নেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুজনিত কারণে উপস্থিত সদস্যদের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে, সভাপতি হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এন.এম. মাঈনুল ইসলাম।

সাধারণ সভায় সমিতির সিনিয়র সহ-সভাপতির সভাপ্রধানে এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদলা আলম চৌধুরীর সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডঃ জাবির হোসেন। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোজাফফর সেলিম, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শাহআলম ফরাজী, অ্যাডঃ আমানুল্লাহ, অ্যাডঃ দুলাল মিয়া পাটোয়ারী, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ সালেহ, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ দেবাশীষ কর মধু, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ জসীম উদ্দীন ভূঁইয়া, অ্যাডঃ ইমরান হোসেন, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী, অ্যাডঃ নাজিবুল্লাহ বাপ্পি, অ্যাডঃ শাহাদাত হোসেন, অ্যাডঃ এ. জেড. এম. রফিকুল হাসান রীপন, অ্যাডঃ আব্দুল হালিম পাটোয়ারী প্রমুখ।

সভায় সকলের সিদ্ধান্ত মতে, ১২ আগস্ট থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এ. এন. এ. মাঈনুল ইসলাম এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরেই সকল কিছু পরিচালনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়