প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার স্মার্ট ইজিবাইক লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে এ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। পৌর ভবনের সামনে এ সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার লাইসেন্সকৃত ২ হাজার ৮শ’ ইজিবাইক মালিককে কিউআর কোর্ড-সম্বলিত এ ডিজিটাল নেমপ্লেট দেয়ার কার্যক্রম শুরু হয় উদ্বোধনী দিন শনিবার থেকে। এতে করে এখন থেকে অবৈধ ইজিবাইক শনাক্তকরণ সহজ হবে বলে পৌর কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাডঃ হেলাল হোসাইন ও ফরিদা ইলিয়াস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমানসহ পৌরসভা সকল কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পৌর কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর শহরের জানজট নিরসনে পৌরসভার এ উদ্যোগ। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ইজিবাইকের এ ডিজিটাল লাইসেন্স প্রদান কার্যক্রম সম্পন্ন হবে। এরপর থেকেই অবৈধ ইজিবাইকের উপর অভিযান চালানো হবে। তবে নতুন করে কাউকেই লাইসেন্স দেয়া হবে না।