সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

পুরাণবাজারে বিএনপির পথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক

সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তিতে একটি ফুলের টোকা দিলে ছাড় দিবো না

স্টাফ রিপোর্টার ॥
সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তিতে একটি ফুলের টোকা দিলে ছাড় দিবো না

চাঁদপুরের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি মন্দিরে একটি ফুলের টোকা দিলে এক বিন্দু ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীরা নিশ্চিন্তে নির্দ্বিধায় দোকান খুলবেন এবং ব্যবসা পরিচালনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

৬ আগস্ট মঙ্গলবার বিকালে শহরের পুরাণবাজার বড় মসজিদ প্রাঙ্গণ অটোস্ট্র্যান্ড এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংখ্যালঘু ধর্মাবলম্বীরা আমাদের ভাই-বোন ও আপনজন। কতিপয় কিশোর গ্যাং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দলে দলে ঢুকে কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যারা এ ধরনের তৎপরতায় সম্পৃক্ত তাদের দায়ভার দল নেবে না। বরং এদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকলকে একযোগে আগামী একমাস ওয়ার্ডভিত্তিক কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চাঁদপুর তথা পুরাণবাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, আমরা আপনাদের সাথে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে। দ্রুতই দেশে বীরের বেশে তারেক জিয়া ফিরছে। সেনাবাহিনীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। কাজেই এই দেশকে এগিয়ে নিতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাই।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক শাহজালাল মিশন, আফজাল হোসেন প্রমুখ।

জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, বিএনপি নেতা মহসিন পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের নেতা জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাবেক কাউন্সিলর নজু ব্যাপারী, ওয়ার্ড বিএনপি নেতা আনিছ ব্যাপারী, আসলাম তালুকদার ও বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এদিন পুরাণবাজারের ৪টি ওয়ার্ড সমন্বয়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের এই পথসভাটি অনুষ্ঠিত হয়। দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে এই সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বক্তব্য শোনার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পথসভা সমাবেশে রূপ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়