প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
সিটু পাইলিংয়ের বর্জ্য ও আবর্জনায় ভরে যায় ড্রেন
মুষলধারে টানা ভারী বৃষ্টি হলেই চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় দেখা দেয় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে কিছু অসচেতন এবং কাণ্ডজ্ঞানহীন মানুষের খামখেয়ালিপনাই হচ্ছে জলাবদ্ধতার কারণ। বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দেখা গেছে যে, কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ তাদের বাসাবাড়ির ময়লা আবর্জনা সব রাস্তার ড্রেনে এনে ফেলে। তাতে ড্রেন বন্ধ হয়ে যায়। আবার যারা বাড়ি নির্মাণ করেন তারা সিটু পাইলিংয়ের কাজ করতে গিয়ে সেই পাইলিংয়ের বর্জ্য সরাসরি ড্রেনে ফেলে। এই বর্জ্যগুলো কোথাও পড়লে সেখানেই সেগুলো জমাট বেঁধে যায়। সে জন্য এসব বর্জ্য ড্রেনে পড়ে জমাট বেঁধে পুরো ড্রেন বন্ধ হয়ে যায়। তখন আর পানি নিষ্কাশনের জায়গা থাকে না। দেখা গেছে যে মানুষ এভাবেই নিজের দুর্ভোগ নিজেই সৃষ্টি করে।