শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদগঞ্জে আবাদকৃত পুকুর ও ঝিলে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার গোবিন্দপুর গ্রামে ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঘটে। এ ব্যাপারে বদিউর রহমান ৪ সেপ্টেম্বর শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বেপারী বাড়ির মোঃ বদিউর জামানের সাথে একই বাড়ির সুজন হোসেন গংয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত এক যুগেরও বেশি সময় ধরে চলা বিরোধের কারণে বদিউর জামান থানায় লিখিত অভিযোগ করেন।

শুক্রবার সেই অভিযোগের তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তা সেখানে যান। কিন্তু ওই রাতেই বদিউর জামানের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তার আবাদকৃত পুকুর ও ঝিলে বিষ ঢেলে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। ঘটনার বিষয়ে জানতে সুজন হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়