শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে সিআইপি বেড়িবাঁধের পাশ থেকে নবজাতক উদ্ধার
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জে চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের উপর পরিত্যক্ত অবস্থায় ৩/৪ দিন বয়সী এক নবজাতকের সন্ধান মিলেছে।

জানা যায়, ৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ঔষধ বাড়ির পশ্চিম পাশ দিয়ে স্থানীয় আহসান গাজী ও কামাল গাজী সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার পাশে তোয়ালে পেঁচানো কিছু দেখতে পান। গাড়ি থামিয়ে সেখানে গিয়ে তারা ৩/৪ দিন বয়সের এই শিশুর সন্ধান পান।

পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হলে গ্রাম পুলিশ দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে কয়েকদিন দেখাশোনার জন্যে উদ্ধারকারী কামাল গাজীর নিকট শিশুটিকে হস্তান্তর করেন।

ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী জানান, শিশুটিকে বর্তমানে কামাল গাজীর নিকট রেখেছি। শিশুটিকে দত্তক নেয়ার জন্যে অনেকেই যোগাযোগ করছেন। আমি অপেক্ষায় আছি শিশুটির প্রকৃত অভিভাবক যোগাযোগ করে কি-না।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৩/৪ দিন বয়সী শিশুটিকে উদ্ধারের তথ্য জেনেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়