শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি
স্টাফ রিপোর্টার ॥

শরীয়তপুর ও চাঁদপুর বিএনপির আলোচিত দু নেতা শফিকুর রহমান কিরণ এবং মাহবুবুর রহমান শাহীন। তাঁরা সহোদর দুভাই। সংক্ষিপ্ত সফরে ৩ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুরে এসেছিলেন। অবস্থান করেন চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ নিজেদের বাড়িতে। সাবেক এমপি শফিকুর রহমান কিরণ পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা দুভাই একত্রিত হন পুরাণবাজারের এক অনুষ্ঠানে। উত্তর তারাবুনিয়া যুবদল নেতা আব্বাস মাঝির ছেলে সিয়াম ও সিফাতের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তারা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে যোগদান করেন। অনুষ্ঠানটি পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ কোহিনুর সিনেমা হল সংলগ্ন সিয়াম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ সময় দুভাইকে একসাথে দেখে সেখানে বিএনপির তৃণমূলের বহু নেতা-কর্মী উপস্থিত হন। তাদের সাথে কুশল বিনিময় করেন কিরণ-শাহীন ভ্রাতৃদ্বয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর কণ্ঠকে সাবেক এমপি শফিকুর রহমান কিরণ বলেন, আমাদের জন্ম চাঁদপুরে, আমাদের লেখাপড়াও চাঁদপুরে। পাশের জেলা শরীয়তপুরে আমি রাজনীতি করছি। ওখানে আমাদের সহায়-সম্পত্তি রয়েছে। নানা-চাচা-খালুসহ আত্মীয়স্বজন সবাই শরীয়তপুরে থাকেন। আমার ভাই মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরে রাজনীতি করছে। রাজনীতিতে উত্থান-পতন থাকবে। এখান থেকে সরে যাওয়া যাবে না। রাজনীতি হচ্ছে চলন্ত ট্রেনের মতো, চলতেই থাকবে। কখনো আস্তে, কখনো দ্রুত। রাজনীতির এ ট্রেন থেকে নামা যাবে না। আমাদের কমিটমেন্ট জাতির কাছে, জনগণের কল্যাণে আমরা রাজনীতি করবো। কখনো কোনো আঘাত-প্রতিঘাত আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, প্রতিহিংসামূলক প্রতিবন্ধকতা থাকবে, সেগুলোকে উপেক্ষা করে রাজনীতি করে যাবো এবং করবো। এটা আমাদের রক্তের কাছেও কমিটমেন্ট।

শফিকুর রহমান কিরণ আরো বলেন, আমরা পারিবারিকভাবে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সাধারণ মানুষের মৌলিক অধিকারের জন্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, শিক্ষিত জাতি ও সমাজ বিনির্মাণের চিন্তা নিয়ে রাজনীতি করে যাচ্ছি।

তিনি বলেন, আমি শহীদ জিয়ার গড়া দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের মহকুমা কমিটির প্রথম সদস্য ছিলাম। শহীদ জিয়ার হাত ধরে আমার ছাত্রদলে পদার্পণ। সে থেকে মানুষের কল্যাণে আমরা দুই ভাই রাজনীতির মাঠে রয়েছি।

এ সময় চাঁদপুর পৌর বিএনপি নেতা কায়ুম খান, স্বপন চৌধুরী, জেলা যুবদল নেতা শাহনুর বেপারী শানু, জুয়েল দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়