শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

আশা করছি ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

আশা করছি ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো
কামরুজ্জামান টুটুল ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা গত সভায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছিলাম। আমরা এখন আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। সকল শিক্ষা প্রতিষ্ঠান বলতে তিনি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও এর অন্তর্ভুক্ত বলে স্পষ্ট করে দিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে তিনি বলেছেন, এ বিষয়ে আমরা আবারো বসবো। কারণ, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত এর সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপাচার্যদের সাথে আবার বসবো। তিনি গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের আলোকে এ কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষা হবে মধ্য নভেম্বরে, আর ডিসেম্বরের শেষ দিকে হবে এইচএসসি পরীক্ষা। এখনো এই সিদ্ধান্তই আছে কোনো পরিবর্তন হয়নি। পরীক্ষা হবে বলে তিনি আবারো দৃঢ়তার সাথে বলেন। পরীক্ষার প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেনো অ্যাসাইনমেন্ট বুঝে পরীক্ষায় অংশ নিতে পারে সে বিষয়টি মাথায় রেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা হচ্ছে। অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে পড়লেই এসএসসি ও এইচএসসির যে সংক্ষিপ্ত সিলেবাস তাদের দেয়া হয়েছে তার পুরোটাই পড়া হয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে ১৮ বছরের উপরে সবাইকে টিকার আওতায় আনার বিষয়ে বলেছেন। এখন তিনি ১২ বছরের উপরে সবাইকে টিকা দেয়ার কাজটি শুরু করতে বলে দিয়েছেন। আর সব টিকা যেহেতু সবাইকে দেয়া যায় না। তাই ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা সংগ্রহের কাজটি সরকার করছে। তিনি বলেন, শুধু টিকা দিলেই হবে না। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ব্যাপারে কঠোর মনিটরিং করা হবে। এর উপর প্রতিদিন প্রতিবেদন তৈরি করা হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি পুরোপুরি সরকারের আছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)সহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, আওয়ামী লীগ নেতা শামছুজ্জামান পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান খান মিলন, সাইদুল ইসলাম মাহফুজ, মিন্টু পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার সাজু, নোমান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা নাজির আহম্মদ, আনোয়ার হোসেন খোকা, মিজান গাজী প্রমুখ।

উল্লেখ্য, এরপরেই মন্ত্রী কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত আরেকটি ভবন উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়