প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইউএএলজি) প্রকল্পে করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বুধবার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি (বাংলাদেশ)-এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।
সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নও অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাগাদী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। এ সময় ইউপি সচিব, ইউপি সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।