প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম ডাঃ নূরুর রহমানের সহধর্মিণীর ইন্তেকাল
চাঁদপুর রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, চাঁদপুরে রোটারী আন্দোলনের পথিকৃৎ মরহুম ডাঃ নূরুর রহমানের সহধর্মিণী রোটাঃ অ্যান ফাতেমা রহমান (৯৫) গতকাল মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ১ ছেলে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ মাগরিব চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মরহুমের আত্মীয়-স্বজন, চাঁদপুর রোটারী ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
চাঁদপুর রোটারী ক্লাবের শোক
ডাঃ নূরুর রহমানের সহধর্মিণী রোটাঃ অ্যান ফাতেমা রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যবৃন্দ। তাঁরা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুর চেম্বার অব কমার্সের শোক
মরহুম ডাঃ নূরুর রহমানের সহধর্মিণী রোটাঃ অ্যান ফাতেমা রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। তাঁরা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।