প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের বর্ষবরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি
সংস্কৃতিকে লালন করে দেশকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধ হোন
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের চারবারের সংসদ সদস্য, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা স্বাধীন বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্নগুলো দেখা শিখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদেরকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তিনি আমাদের স্বপ্ন বাস্তবায়নের সাহস জুগিয়েছেন। তিনি আমাদের আদর্শ। তিনি আমাদের অনুপ্রেরণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নগুলো, বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের সরকার। আমাদের দেশের যোগাযোগ ও অবকাঠামোগত ব্যবস্থাসহ সকল ধরনের উন্নয়ন অব্যাহত রয়েছে। তারপরও আমাদের মধ্যে একটি ভয় রয়ে গেছে। কারণ একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয়। আজও আমাদের দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের জাল এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, যারা আমার দেশের সংস্কৃতির অগ্রযাত্রাকে বাধা দিয়েছে, যারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে, যারা নজরুলকে দ্বিখণ্ডিত করেছে, আমার দেশের সংস্কৃতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাহলেই এগিয়ে যাবে আমাদের সংস্কৃতি। তিনি বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে লালন করে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তিনি আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে এ সংগঠনটির বয়স অল্প হলেও এটি বেশ সুনাম অর্জন করেছে। তিনি এই সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
ডাঃ দীপু মনি এমপি ১৮ এপ্রিল সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনন্দধ্বনি শিক্ষায়তনের নববর্ষ (১৪৩১) বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টুর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। বর্ষবরণ অনুষ্ঠানে ৪৫ মিনিটের একটি গীতি আলেখ্য উপস্থিত দর্শক মহলে বেশ প্রশংসিত হয়।