প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সংঘর্ষ
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১৪ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টের রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় শেখ বাড়ির লোকজনের ঐক্যবদ্ধ হামলায় দরজাওয়ালা খান বাড়ির বাসিন্দাদের দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম ফোর্স পাঠালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখ বাড়ির নাইম শেখ ফ্রি ফায়ার খেলার ফেসবুক গ্রুপে খান বাড়ির নিয়াজ খান হাসির রিয়েক্ট দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে নাইম শেখ নিয়াজ খানকে মারধর করে। এ ঘটনা দেখে খান বাড়ির লোকজন এসে তাৎক্ষণিক ঘটনাটি মীমাংসা করে দেয়। কিছুক্ষণ পর শেখ বাড়ির জিতু শেখ রফিক শেখ, সবুজ শেখ, রিপন, রবিন, নাঈম, মাসুদ হাবিবের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দরজাওয়ালা খান বাড়ির সামনে থাকা ৫-৬টি দোকানে অতর্কিত হামলা চালায় ও দোকানের মালামাল বিনষ্ট করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে খান বাড়ির ভেতরে প্রবেশ করে বসতঘরের দরজা-জানালা এবং ঘরের ভেতরের আসবাবপত্র ভাংচুর করে। এমনকি নারী-পুরুষের ওপর হামলা চালায়। আচমকা এ হামলা দেখে খান বাড়ির লোকজন হতভম্ব হয়ে যায়। উক্ত বাড়ির দোকান, বসতঘরসহ ২০টির মতো ঘরবাড়ি ভাংচুর ও ১০ জনকে আহত করে হামলাকারীরা।
এক পর্যায়ে খান বাড়ির লোকজন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সহযোগিতা চাইলে ওসির নির্দেশে এসআই আরিফের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে পুলিশের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে খান পরিবারের লোকজন জানান, হামলাকারীরা দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যায়। তারা বসতঘর ও দোকানের কয়েক লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি করে।
এ ঘটনায় খান বাড়ির বাসিন্দাদের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।