বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুরের বিশিষ্টজনদের সাথে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরের বিশিষ্টজনদের সাথে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১২ এপ্রিল (শুক্রবার) রাতে পুলিশ সুপারের সরকারি বাসভবনে চাঁদপুর জেলার বিশিষ্টজন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ড. সেলিম মাহমুদ এমপি (চাঁদপুর-০১), জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ সুপার আগত অতিথিদের সাথে নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

নৈশভোজে পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন : অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর এবং সকল থানার অফিসার ইনচার্জ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়