বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ-শুভেচ্ছা বিনিময়

শাহরাস্তি ব্যুরো ॥
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ-শুভেচ্ছা বিনিময়

শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য মোস্তফা কামালের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ঈদের দিন সন্ধ্যায় জনাব মোস্তফা কামালের শাহরাস্তির বাসভবনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন। জনাব মোস্তফা কামাল দেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর দেয়া যে কোনো দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে জানান। এছাড়াও তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান।

শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবে তিনি প্রেসক্লাবের সাথে থাকবেন বলে জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর জোর দেওয়ার কথা বলেন। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্য নেতৃবৃন্দ মোস্তফা কামালের হাতে প্রেসক্লাবের দাতা সদস্যের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, কার্য নির্বাহী কমিটির সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সাংবাদিক রাফিউ হাসান ও হাসান আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়