প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের অনুদান প্রদান
জেলা পরিষদ কর্তৃক সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি গতকাল সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোদেজা আক্তার খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী রুহুল আমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, সাবেক প্রফেসর মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, সদস্য আলী হোসেন মিন্টু, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। পরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।