প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দুর্নীতিবাজদের কেউ প্রশ্রয় দিবেন না
------মুহম্মদ শফিকুর রহমান এমপি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির সাথে জড়িত ও দুর্নীতিবাজদের কেউ প্রশ্রয় দিবেন না। ফরিদগঞ্জ উপজেলার প্রশাসন কোনো কাজে আপনাদের কাছ থেকে যদি ঘুষ খায় তাহলে ওই কর্মকর্তার নাম সহকারে আমাকে ফোন দিয়ে জানাবেন। তিনি আরো বলেন, ইদানীং দেখা যাচ্ছে ফরিদগঞ্জ উপজেলায় মাদকের উৎপাত বেড়ে গেছে। তারা যে দলের হোক না কেন তাদের নাম ঠিকানা সংগ্রহ করে পুলিশের কাছে তথ্য দিবেন। কোনো মাদক ব্যবসায়ী এবং ডিলারকে পুলিশ ধরে আনলে কেউ যদি থানায় গিয়ে তদবির করে সাথে সাথে আমাকে জানাবেন। অবাধ্য সন্তান যারা মা-বাবার উপর অত্যাচার-জুলুমণ্ডনির্যাতন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন।
বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নস্থ ঘনিয়া পীরের বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
মাহফিলে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী।