বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

বিষ্ণুপুরে আইয়ুব আলী বেপারীর ব্যাপক গণসংযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
বিষ্ণুপুরে আইয়ুব আলী বেপারীর ব্যাপক গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী ব্যাপক গণসংযোগ করছেন। গতকাল ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী। বিকেল ৫টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি পারিবারিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করা পরিবারে আমার জন্ম। সে ধারাবাহিকতায় ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে আজও এ দলের রাজনীতি করে আসছি। রাজনৈতিক জীবনে আপনাদের সুখ-দুঃখে আপনাদের পাশে ছিলাম। দলের তৃণমূল নেতা-কর্মী এবং সদর উপজেলার সাধারণ জনগণ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্যে আমাকে অনুরোধ জানিয়েছেন বলে আমি চাঁদপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি কথা দিচ্ছি, সদর উপজেলার প্রতিটি নেতা-কর্মী এবং জনগণকে সাথে নিয়ে সদর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা করে উপজেলাবাসীর সেবা করতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এবং আমি দলের সম্মান অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ।

গণসংযোগে আইয়ুব আলী বেপারীর সাথে ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন খান শামিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঢালী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাহিমা বেগম, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি কুলছুমা বেগম, মেম্বার ও যুবলীগ নেতা মোঃ কাজল জমাদ্দার, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, সোহেল খান, ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তাজুল ইসলাম কাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ বেপারী, রবিউল ইসলাম রানা গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সোহাগ আখন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক প্রধানীয়া, যুগ্ম আহ্বায়ক সুজন গাজী, সুমন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়