প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা পরিদর্শনে পৌর মেয়র
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তিনি মেলায় অংশ নেয়া নারী উদ্যোক্তাদের স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি মেলার আয়োজক চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পাশাপাশি মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের খোঁজ-খবর নেন।
মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনিরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন, জেসমিন আক্তার, চেম্বার পরিচালক সায়েরা কাকলিসহ অন্যরা।
মেলার আয়োজক চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোক্তা রয়েছেন। তারা ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি না হলে ঝুঁকির মধ্যে পড়ে। তাই এসব পণ্য বাজারজাত এবং ক্রেতার সাথে মেলবন্ধন তৈরির উদ্দেশ্য নিয়েই আমরা এই মেলার আয়োজন করেছি। তিনি পৌর মেয়রকে মেলা পরিদর্শনের জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।