প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চরাঞ্চলের জমি আবাদে আনতে কৃষক সমাবেশ
চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে ৩০টিরও অধিক চরাঞ্চল রয়েছে। এসব এলাকায় পদ্মা-মেঘনার ভাঙ্গনের কারণে কোনো স্থায়ী স্থাপনা টিকে থাকে না। ফসলি জমিগুলোর ক্ষেত্রে একই অবস্থা। চরাঞ্চলের এসব অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীর উদ্যোগে গোয়ালনগরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।