প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক
সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক এক যুগের সফল সভাপতি, বর্তমান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এক শোক বার্তায় তারা বলেন, আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক। আমিন।