প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কাল চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা
প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
আগামীকাল ৯ ডিসেম্বর শনিবার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে ‘ মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’। চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র চেয়ারম্যান প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, দিনাজপুর ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাসান মাসুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা।
সভায় সভাপতিত্ব করবেন চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এটিএম মোস্তফা হামিদী। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে এ আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দীন। অনুষ্ঠানে হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।