প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে দিনভর বৃষ্টিতে ভোগান্তি
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। চাঁদপুরে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির মধ্যে অতিবাহিত হয়েছে। মানুষের ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। গত দুদিন ধরে চাঁদপুরের আকাশ ছিলো মেঘে ঢাকা। বৃহস্পতিবার ভোররাত থেকেই শুরু হয় বৃষ্টি। দিনভরই বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, বুধবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।