সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আজ চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের মুক্তিকামী মানুষের প্রাণের মেলা ‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগান ধারণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩ আয়োজন করা হয়েছে। আগামীকাল ৮ ডিসেম্বর ৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

গেলো ৫ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. এম এ ওয়াদুদ (অবঃ)-এর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং, উদযাপন কমিটি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, উপ-পরিষদসহ সকল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সকলকে ‘মুজিব মঞ্চে’ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে চাঁদপুরবাসীর প্রাণের উৎসব মুক্তিযুদ্ধের বিজয় মেলা ১৯৯২ সালে মুক্তিযুদ্ধের চেতনায় দল-মত নির্বিশেষে চাঁদপুর শহরের হাসান আলী মাঠে অঙ্গীকার পাদদেশে শুরু হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার কার্যক্রম শুরু হবে। মেলাতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।

আজ বিকেলের প্রস্তুতি সভায় সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব সাংস্কৃতিক সংগঠক হারুন আল রশীদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়