প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০
জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ উদযাপনে জেলা কমিটির সভা
প্রতিভার বিকাশ ও শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে অলিম্পিয়াডের উপর গুরুত্বারোপ
৯ ডিসেম্বর চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা
জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সকালে চাঁদপুর জেলার ‘জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
|আরো খবর
সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইমরান শাহারীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
চাঁদপুর জেলায় ২য় বারের মতো জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের শিক্ষার্থীদের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ সাধন ও শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অলিম্পিয়াডের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জনানো হয়, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এখন হবে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা। আগামী ৯ ডিসেম্বর চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। উপজেলার বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
একদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রযুক্তির উৎকর্ষে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাওয়া সমেয়র সাথে ৪র্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিজ্ঞান, গণিত এবং ইংরেজি শিক্ষা । বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে এবং ৪র্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে নিজেকে অধিকতর প্রস্তুত করার প্রেরণা হিসেবে আমাদের ক্ষুদ্র প্রয়াস ‘জেলা প্রশাসন অলিম্পিয়াড, চাঁদপুর’। এ অলিম্পিয়াডে ২০২২ সালে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে বিজ্ঞান ও ইংরেজি শিক্ষায় তাদের মেধার স্বাক্ষরকে সমুন্নত করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে বিজ্ঞান (গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি), বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বাংলা ও ইংরেজি শিক্ষায় তাদের মেধার স্বাক্ষরকে আরও সমুন্নত করবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। ১। চাঁদপুর জেলার ১০৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪,৯০০ জন শিক্ষার্থী ইতঃমধ্যে জেলা প্রশাসন অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। ২। গত ০৯.১০.২০২৩ খ্রিঃ তারিখে চাঁদপুর জেলার সকল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে একযোগে ১০৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসন অলিম্পিয়াডের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান (গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি), বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বাংলা, ইংরেজি স্পেলিং কনটেস্ট এবং প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতাসহ ৫৪,৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ৩। গত ১৯.১০.২০২৩ খ্রিঃ তারিখে চাঁদপুর জেলার ০৮টি উপজেলায় একযোগে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ৪। আগামী ০৯.১২.২০২৩খ্রিঃ তারিখ চাঁদপুর সরকারি কলেজে জেলা পর্যায়ের জেলা প্রশাসন অলিম্পিয়াড, ২০২৩-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী দলসমূহহ অংশগ্রহণ করবেন। ৫। জেলা প্রশাসন অলিম্পিয়াডের প্রতিযোগিতার বিষয় : মাধ্যমিক পর্যায় : (ক) বিজ্ঞান বিষয়ক (৯ম ও ১০ শ্রেণি, বিজ্ঞান বিভাগ) (১০০ নম্বর লিখিত এমসিকিউ এবং ২০ নম্বর মৌখিক কুইজ); (খ) বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক (৯ম ও ১০ম শ্রেণি, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) (৩০ নম্বর লিখিত এমসিকিউ এবং ২০ নম্বর মৌখিক কুইজ); (গ) ইংলিশ স্পেলিং কনটেস্ট (৭ম ও ৮ম শ্রেণি) (২০ নম্বর ইংলিশ স্পেলিং কনটেস্ট ); (ঘ) বাংলা বিষয়ক (৬ষ্ঠ শ্রেণি) (৩০ নম্বর লিখিত এমসিকিউ এবং ২০ নম্বর মৌখিক কুইজ)। প্রাথমিক পর্যায় : (ক) বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা (৫ম শ্রেণি) ২০ নম্বর। ৬। জেলা পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে এককালীন শিক্ষাবৃত্তি, বই ও সার্টিফিকেট প্রদান করা হবে।