বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:২৩

সভাপ‌তি মাহবুব আনোয়ার বাবলু ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন লিটন‌

বাদল মজুমদার
রংতু‌লির তিন বছর মেয়াদী নতুন ক‌মি‌টি ঘোষণা
রেড চিলি চাইনিজ রেস্তোরাঁয় রংতুলির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় গ্রুপ ছবি

১৯৮৮ সা‌লে প্রতিষ্ঠিত রংতু‌লি সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের তিন বছর মেয়াদী কার্যক‌রী ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে। সোমবার সন্ধ‌্যায় রেড‌চি‌লি চাই‌নি‌জে মাহবুব আনোয়ার বাবলুকে সভাপ‌তি ও মাইনুদ্দিন লিটন‌ (লিটন ভূঁইয়া)কে সাধারণ সম্পাদক ক‌রে আগামী তিন বছ‌রের জন‌্যে ৩৫ সদস‌্য বি‌শিষ্ট কার্যক‌রী ক‌মি‌টি গঠন করা হয়।

ক‌মি‌টির অন‌্য সদস‌্যরা হ‌লেন : ‌সি‌নিয়র সহ-সভাপতি অ্যাড‌ভো‌কেট কো‌হিনুর বেগম, সহ-সভাপ‌তি নজরুল ইসলাম বাদল, মোঃ আবদুর শুক্কুর মস্তান, কাজী মাইনুল হক জীবন, মরন পাল, মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার উদ্দিন শিশু, সাংগঠনিক সম্পাদক মৃনাল সরকার, মাকসুদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক অ‌ভি‌জিত রায়, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন মান্না, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাফানা নামরীন হোসেন মেধা, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী কাবীশা, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা মজুমদার, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক ও সহ-সমাজসেবা সম্পাদক মিজানুর রহমান সরকার; সদস‌্য : সালাউদ্দিন আহমেদ শান্ত, বৈশাখী তুলি, বাদল মজুমদার, মাহবুব আলম, ফারজানা কুমকুম, রিপন চন্দ্র, রাখি মজুমদার, উম্মে ছালমা, জাকিয়া আক্তার, বিলকিস আক্তার মুক্তা, মোঃ সাইফুল ইসলাম আকাশ, আবুল কালাম, তাহমিনা আক্তার, স‌ালমা আহ‌মেদ ও আ‌দিব রিজওয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়