প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৮:৪২
ছারছীনার মুরিদকে রাজনৈতিক মামলায় আটক
জমইয়াতে হিযবুল্লাহর নিন্দা
ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আঃ আজিজ সুরুজ পাটওয়ারীকে গ্রেপ্তার এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা।
|আরো খবর
এক বিবৃতিতে সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহম ছাইফুল্লাহ ও সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওঃ মজিবুর রহমান বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করছে সরকার ও পুলিশ। নেতৃবৃন্দ বলেন, আব্দুল আজিজ সুরুজ পাটওয়ারী চান্দ্রা ইউনিয়নে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে রাতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে অজ্ঞাত মামলার আসামি দেখিয়ে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানা থেকে রাজনৈতিক মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। পুলিশ উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে গ্রেপ্তারকারীকে মামলায় জড়িয়েছে। পুলিশের এই দায়িত্বহীন কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসামূলক। জমইয়াতে হিযবুল্লাহর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকার প্রশ্নই উঠে না। আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সরকারের ইশারায় এই ষড়যন্ত্র করেছে পুলিশ।
৪ নভেম্বর ভোর ৪ টায় চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারে মরিয়ম ভ্যারাইটিজ স্টোর থেকে আঃ আজিজ পাটওয়ারী ( পিতা মৃতঃ আঃ মতিন পাটওয়ারী, মাতাঃ জাহানারা বেগম। গ্রাম, বাখরপুর)কে আটক করে পুলিশ। এ বিষয়ে স্থানীয়রা পুলিশকে বললেও তারা কোনো কর্ণপাত না করে চাঁদপুর সদর মডেল থানায় আব্দুল আজিজ সুরুজ পাটওয়ারীকে নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় আঃ আজিজ সুরুজ পাটওয়ারীকে অজ্ঞাত হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে আটকের রিপোর্ট আদালতে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছি, তিনি ছারছীনা পীরের মুরিদ এবং চান্দ্রা ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক।