বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২১:০৫

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

এক মাসে ১৯৯ মামলা, সাড়ে ৭ লাখ টাকা আদায়

গোলাম মোস্তফা ॥
এক মাসে ১৯৯ মামলা, সাড়ে ৭ লাখ টাকা আদায়

চাঁদপুরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। তাদের তৎপরতায় সড়কে অবৈধ গাড়ি অনেকটা কমেছে। এতে সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে। জানা যায়, চাঁদপুরের সড়কগুলোকে যানজট মুক্ত রাখতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের যে জনবল প্রয়োজন তা নেই। সীমিত সংখ্যক বা প্রয়োজনের তুলনায় অনেক কম জনবল নিয়ে সড়কে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। যার কারণে সড়কে পুরোপুরি শৃঙ্খলা আনা যাচ্ছে না। তবে তাদের আন্তরিকতা এবং চেষ্টার কমতি নেই। যা তাদের এক মাসের কাজের পরিসংখ্যান দেখলে বুঝা যায়।

সড়কে ট্রাফিক আইন অমান্য করে চলাচল, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, কাগজপত্র না রাখা, মোটরসাইকেল চালকের হেলমেট না থাকা, অন-টেস্ট নেমপ্লেট ব্যবহার করে বছরের পর বছর চলা, অপ্রাপ্ত বয়সের চালক দিয়ে গাড়ি চলানোসহ নানা অপরাধে গত ১ মাসে ১৯৯টি মামলা করেছে চাঁদপুরের ট্রাফিক বিভাগ। ১ মাসে জরিমানা আদায়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা পড়েছে ৭ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। গত অক্টোবর মাসে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান, বাস ও ট্রাকের বিরুদ্ধে এসব মামলা করা হয় এবং সরকারের কোষাগারে অর্থ জমা হয়।

জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মাহফুজ মিয়া জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুরের ট্রাফিক পুলিশ সড়কে নবোদ্যমে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছে। তিনি জেলা পুলিশের একজন প্রকৃত অভিভাবক হিসেবে সার্বক্ষণিক আমাদের তদারকি করে উৎসাহ যোগাচ্ছেন এবং কাজের প্রতি অনুপ্রেরণা যোগাচ্ছেন। তাই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং অভিযান করছে। বিভিন্ন যানবাহনের ওপর আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই শহরে অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না।

টিআই মাহফুজ জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ তিনজন নিয়ে মোটরসাইকেল চালাবেন না। হেলমেট ও কাগজপত্র সাথে রাখবেন। আর মালিকদের প্রতি অনুরোধ, অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে ইজিবাইক ও সিএনজি তুলে দিবেন না। ট্রাফিক আইন মেনে চলুন ও আমাদের সহযোগিতা করুন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ১ থেকে দেড় মাস সড়কে ট্রাফিক পুলিশের কোনো ধরনের কার্যক্রম না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে বর্তমান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশে পুনরায় সড়কে সক্রিয় হয় ট্রাফিক পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়