বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৯:০০

আনুষ্ঠানিক উদ্বোধন হলো হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র

আনুষ্ঠানিক উদ্বোধন হলো হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
কামরুজ্জামান টুটুল

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বুধবার (২৭ নভেম্বর ২০২৪) জোহরের নামাজ আদায় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড়ো মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের প্রতিনিধি হিসেবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপ্রধানে এবং মডেল মসজিদের পেশ ইমাম মাও. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. হাসান মজুমদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্যাহ্, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাও. এমএ মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. মো. মোজাম্মেল হক মজুমদার পরান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দকী, হেফাজতে ইসলামীর উপজেলা প্রতিনিধি মাও. জোবায়ের আহমেদ প্রমুখ।

ইউপি চেয়ারম্যাদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মসজিদের ভূমিদাতা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহম্মদ ফেরদৌস, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মহিউদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়