বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৮

১৩ বছ‌রের কারাদণ্ড আলোচিত সেই তুফান সরকা‌রের

মো: জাকির হোসেন
১৩ বছ‌রের কারাদণ্ড আলোচিত সেই তুফান সরকা‌রের
আলো‌চিত তুফান সরকা‌র। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন এবং তথ‌্য গোপ‌নের অভি‌যো‌গে বগুড়ার আলো‌চিত তুফান সরকা‌রের ১৩ বছ‌রের কারাদণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপু‌রে বগুড়ার স্পেশা‌ল জজ আদাল‌তের বিচারক মোহাম্মদ শ‌হিদুল্লা এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় দু‌টি ধারায় তুফান সরকারের ১৩ বছ‌রের সাজা হ‌য়ে‌ছে। এছাড়াও তার অবৈধ সম্পদ ১ কো‌টি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রা‌ষ্ট্রের অনুকূ‌লে বা‌জেয়াপ্ত করা হ‌য়ে‌ছে। তুফান সরকার বর্তমা‌নে পলাতক র‌য়ে‌ছে। গ্রেপ্তা‌রের পর থে‌কে এ দণ্ডা‌দেশ কার্যকর হবে।

দণ্ডপ্রাপ্ত তুফান সরকার বগুড়া শহ‌রের চকসূত্রাপুর এলাকার ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের সভাপতি ছিলেন এবং পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।

জানা জায়, ২০১৭ সালে তুফান সরকার এক যুবতীকে ধর্ষণ করে। সেই ঘটনা জানাজানি হলে ওই যুবতী ও তার মাকে ধরে এনে তাদেরকে চরিত্রহীন আখ্যা দিয়ে মা ও মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়। সেসময় ঘটনাটি দেশব্যাপী আলোচনায় আসে। পরে পুলিশ তুফান সরকারকে আটক করে। সেই সময় তুফান সরকা‌রের বিরু‌দ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। প‌রে বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত শুরু ক‌রে দুদক। এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যাল‌য়ের তৎকালীন সহকা‌রি প‌রিচালক আমিনুল ইসলাম। এরপর ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়া‌রি তি‌নি আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রেন।

তথ্যসূত্র : চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়