মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২১:৫০

শাহরাস্তিতে সম্পত্তি দখলে বাধা দেয়ায় প্রবাসীর ওপর হামলা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে সম্পত্তি দখলে বাধা দেয়ায় প্রবাসীর ওপর হামলা

শাহরাস্তিতে জোরপূর্বক সম্পত্তি দখল করতে গেলে বাধা দেয়ায় প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে হামলার শিকার প্রবাসী মোঃ মিজানুর রহমান শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মিজানুর রহমানের স্ত্রী জরিনা আক্তার অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার পতিচৌ গ্রামের নতুন বাড়ির আরব আলীর ছেলে প্রবাসী মিজানুর রহমান বাড়ির সম্পত্তিগত বিরোধের জেরে তার পরিবারের সদস্যদের নিয়ে লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ এলাকায় বসবাস করে আসছেন। গত ৩ নভেম্বর রোববার মিজানুর রহমান তার সম্পত্তিতে তার অনুপস্থিতিতে ঘর নির্মাণ করার সংবাদ পেয়ে বাড়িতে ছুটে আসেন। এ সময় তিনি বন্টন ব্যতীত বাড়ির সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করার অনুরোধ করলে উত্তেজিত বিবাদী পক্ষ ও নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রির দ্বারা তিনি আক্রমণের শিকার হন। এক পর্যায়ে তারা মিজানুর রহমানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত মিজানুর রহমানের স্ত্রী জরিনা আক্তার অভিযোগ করেন, বরুলিয়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মোঃ খোকন (৪২), পতিচৌ গ্রামের আরব আলীর ছেলে হাবিবুর রহমান (৩০), বরুলিয়া গ্রামের আঃ হান্নানের ছেলে ইয়াছিন (২৫), বেলায়েত হোসেনের স্ত্রী শামিমা আক্তার লিপি মৃত আবিদ আলীর ছেলে জহির (৪৫)সহ অজ্ঞাতনামা ২/৩জন তার স্বামীর ওপর হামলা চালিয়ে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়