প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:১৫
প্রবীণ দিবস উপলক্ষে
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষে প্রবীণ নারীকে সহযোগিতা
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একজন দুঃস্থ প্রবীণ নারীকে সহযোগিতা প্রদান করেছেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্যরা। সহযোগিতায় ছিলো নগদ টাকা, শাড়ি এবং দৈনন্দিন খাবারের প্রয়োজনীয় জিনিস। শুক্রবার চাঁদপুর শহরের বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা আক্তার লাভলী, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, তাসনুভা রহমান তন্বী, আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, সেক্রেটারী মোসাঃ আফরোজা পারভীন, ট্রেজারার রুবিনা মরিয়ম ও সদস্য ফৌজিয়া হোসেন পুতুল, মার্জিহা রুহীসহ অন্যান্য ক্লাব সদস্য।
|আরো খবর
চার্টার সভাপতি ও সাবেক সভাপতিরা বলেন, আমরাও প্রবীণ হচ্ছি, আমরা প্রবীণের দুঃখ-কষ্ট বুঝি। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল সবসময় প্রবীণদের নিয়ে কাজ করে। শুধু এই দিবস নয়, দিবসের বাইরেও প্রবীণদের নিয়ে অনেক কার্যক্রম থাকে। এই কার্যক্রম চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব শুরু হওয়ার পর থেকেই অব্যাহত। কিন্তু বর্তমান সভাপতিও সবসময় প্রবীণদের গোপনে প্রকাশ্যে সাহায্য করে যাচ্ছেন। আমরা ক্লাব সদস্যরা সবসময় প্রবীণদের নিয়ে কাজ করে যাচ্ছি, করে যাবো।