মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০

জেলা তৈল মনিটরিং কমিটির সভা

খোলাবাজারে পেট্রোল ও অকটেন বিক্রি করা যাবে না

-----------জেলা প্রশাসক কামরুল হাসান

খোলাবাজারে পেট্রোল ও অকটেন বিক্রি করা যাবে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা, মেঘনা ও যমুনা তৈল কোম্পানির চাঁদপুরস্থ ডিপো ম্যানেজারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, খোলাবাজারে পেট্রোল ও অকটেন বিক্রি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। বিশেষ প্রয়োজনে যাদের অকটেন ও পেট্রোল লাগবে তারা নিকটস্থ থানা থেকে অনুমতি নিয়ে পাম্প থেকে সংগ্রহ করবে। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সময় নাশকতাকারীরা খোলাবাজার থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করছে। যার কারণে আমাদের রাষ্ট্রের সম্পদ ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ দমন করতে সবাইকে সচেতন হতে হবে। তাই কঠোর নির্দেশনা হলো খোলা বাজারে পেট্রোল অকটেন বিক্রি করা যাবে না। আমরা প্রশাসন এ বিষয়ে কঠোর অভিযানে যাবো। অনুষ্ঠানে কমিটির সকল সদস্য গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে একাত্মতা পোষণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন, তৈল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ক্যাব প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সচিব আব্দুল মোতালেব প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মোঃ শেখ ফরিদ, আলমগীর, হোটের রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়