মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০

অনন্যা নাট্যগোষ্ঠীর ৫ দিনব্যাপী নিজস্ব প্রযোজনাভিত্তিক নাট্যোৎসব শুরু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ৫ নভেম্বর রোববার থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে ৫ দিনব্যাপী ‘ফিরে দেখা’ শিরোনামে নিজস্ব প্রযোজনা ভিত্তিক নাট্যোৎসব শুরু হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক চাঁদপুর সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ। আরো বক্তব্য রাখেন অনন্যা নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি হারুন আল রশীদ ও বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

বক্তারা বলেন, ‘এ মাটি নয় জঙ্গিবাদের এ মাটি মানবতার’-এ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে অনন্যা নাট্যগোষ্ঠীর ৫ দিনব্যাপী নাট্যোৎসব দেখবেন। আমরা পরিবার পরিজন নিয়ে নাটক উপভোগ করবো।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অনন্যা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোঃ হানিফ, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃণাল সরকার, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু।

অনন্যা নাট্যগোষ্ঠী ৫০ বছরে পদার্পণ করায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধনী দিন সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে মলিয়রের হাসির নাটক শহীদ পাটোয়ারীর নির্দেশনায় ‘ঘর জামাই’ মঞ্চস্থ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদ পাটোয়ারী, মৃণাল সরকার, জয়া শর্মা, মোবারক শিকদার, রুনা আক্তার আশা, ফাতেমা জেরিন, নাজমুল হাসান বাঁধন ও আলমগীর হোসাইন।

৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে হানিফ পাটোয়ারীর নির্দেশনায় নাটক ‘সুবচন নির্বাসনে’। এ নাটকটি অনন্যা নাট্যগোষ্ঠী পূর্বেও বেশ কয়েক বার মঞ্চস্থ করেছে। ১৯৮৪ সালে নাটকটির মঞ্চায়ন বন্ধ রাখা হয়। এখন নতুনভাবে নবপ্রজন্মকে নিয়ে ‘সুবচন নির্বাসনে’ নাটকটি নতুনভাবে মঞ্চায়ন করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়