প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে গত প্রায় ১৫ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা চালু করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে এসেছেন। এই মতবিনিময় সভায় উপস্থিত লোকজন এই সুবিধা পাচ্ছেন। করোনাকালীন সময় এবং যুদ্ধাবস্থার কারণে বর্তমানে বৈশি^ক অর্থনৈতিক মন্দার কারণে দ্রব্যমূল্যের ঊধ্বগতির কথা মাথায় রেখে প্রতি মাসে ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রয়ের সুযোগ করে দিয়েছেন। কারণ একটাই, এদেশের সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়। তারা যেন দুবেলা দুমুঠো খাবার খেতে পারে। ২০০৯ থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ভোগীর সংখ্যা এবং টাকা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছেন। ব্যাংকে না গিয়ে নগদ বা বিকাশের মাধ্যমেও এই সুবিধা ভোগ করতে পারছেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ব্যাংকিং সেবার মাধ্যমেও ভাতার টাকা পাচ্ছেন সুবিধাভোগীরা। এই সুবিধা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হতে হবে। সেজন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব সুফল ভোগী অবশ্যই নৌকায় ভোট প্রদান করবেন বলে বিশ্বাস করি। বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশের অর্থনীতির ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। প্রধানমন্ত্রী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিলেও তারা নির্বাচন বন্ধ করতে আবারো অপতৎপরতা শুরু করেছে। তাই আগুন-সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
৪ নভেম্বর শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, শরীফ খান, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।