প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
মা ইলিশ রক্ষায় সমুদ্র ও নদ নদীতে ২২ দিন ছিলো মাছ ধরায় নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার সময় উঠে যাওয়ায় চাঁদপুরের হাজার হাজার জেলে এখন মাছ শিকারে নদী চষে বেড়াচ্ছেন। মোটামুটি ইলিশ মাছও পাচ্ছেন জেলেরা। সেই সাথে নদীর পাঙ্গাশ মাছেরও দেখা মিলছে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা গেছে এমন দৃশ্য। স্থানীয় জেলেদের আহরিত নদীর সবদিকের ইলিশ যেমন এই ঘাটের মৎস্য আড়তে আসছে, সেই সঙ্গে জেলের সুতার জালে ধরা পড়া বড় সড় তাজা পাঙ্গাশ মাছও উঠছে। ৩ নভেম্বর শুক্রবার সকাল থেকে জুমার নামাজের সময় পর্যন্ত চেয়ারম্যানের আড়তসহ বিভিন্ন আড়তে কমপক্ষে ৫০টির মতো নদীতে ধরা পড়া পাঙ্গাশ মাছ এসেছে। প্রতিটির ওজন হবে সাড়ে ৮ কেজি থেকে ১৫ কেজি। পাইকারি ২৩-২৪ হাজার টাকা মণ দরে এই পাঙাশ মাছ বিক্রি হয়েছে বলে জানান আড়তদার ইউসুফ বন্দুকশী।
মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে এখন জেলেদের জালে অনেক পাঙ্গাশ মাছ ধরা পড়ছে। মৎস্য গবেষকরা বলছেন, ইলিশ মাছ সংরক্ষণের উদ্দেশ্যে কিছু পদক্ষেপ নেয়ার সুফল হিসেবে অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত বেশি ও বড় আকারের পাঙ্গাশ মাছ এ বছর ধরা পড়ছে। ইলিশ আড়তে নদীর তাজা পাঙ্গাশ দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।