প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০
সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ ৫ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
এছাড়া ২৮ অক্টোবর থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতা-কর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম এ বিষয়ে বলেন, অবরোধ কর্মসূচি চলছে চলবেই। কেন্দ্রীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্যে দলের নেতা কর্মী এবং চাঁদপুরের সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি।