মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে রীমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রীমা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রসুল আহমেদের মেয়ে ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ছাত্রী। এর আগে ৩ নভেম্বর শুক্রবার বিকেলে সে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

জানা গেছে, সাহেবগঞ্জ গ্রামের রসূল আহমেদ ও শামসুন্নাহারের ছেলে-মেয়েদের মধ্যে সকলের ছোট রীমা আক্তার (১৮) চলতি বছর গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে সে পরীক্ষা দেয় নি। ৩ নভেম্বর শুক্রবার বিকেলে সে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্যরা দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের চিকিৎসক জেসিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রীমার বাবা রসুল আহমেদ জানান, আমার মেয়ে কেনো আত্মহত্যা করেছে তা আমরা জানি না। সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডলের নেতৃত্বে পুলিশ ফোর্স হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়