প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০
শুধুমাত্র রাত্রিযাপনের জন্যেই বিদেশি ৩১ জন পর্যটক নিয়ে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। ২ নভেম্বর এ তথ্য জানিয়েছেন নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ মধ্য ব-দ্বীপ চাঁদপুর শাখার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী।
জানা যায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। যেটিতে অস্ট্রেলিয়ার ১২, আমেরিকার ৪, যুক্তরাজ্যের ৮, কানাডার ৪, সুইজারল্যান্ডের ২ এবং আয়ারল্যান্ডের ১ জন পর্যটক রয়েছেন। এছাড়াও ভারতের ২১ জন ক্রু এটিতে রয়েছেন।
এ বিষয়ে মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী বলেন, আমাদের চাঁদপুরে শুধুমাত্র রাত্রিযাপনে এই পর্যটকদের নিয়ে প্রমোদ তরীটি এসেছে। এটি মাদরাসা ঘাটের আশেপাশে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় পুরো রাত অবস্থান নিয়ে সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মোঃ আব্দুল্লাহ্ আল বাক্বী আরও বলেন, এটিতে বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছেন এবং তারা সবাই বয়স্ক। মূলত অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর অংশ হিসেবে চাঁদপুরে এসেছেন। সূত্র : আরটিভি অনলাইন।