মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

বিএনপি নাশকতা সন্ত্রাসে বিশ্বাস করে না
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বুধবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রেলপথ, সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন পালন করছে বিএনপি। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা পিকেটিং করেছে বলে জানা যায়।

মঙ্গলবার সকালে সড়কে অবস্থান নেয়ায় বিপণীবাগ-কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ ৯ জন নেতা-কর্মীকে। এছাড়া হরতাল-অবরোধকে কেন্দ্র করে গত ক’দিনে অসংখ্য নেতা-কর্মীকে পুলিশ আটক করে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম।

তিনি চাঁদপুর কণ্ঠকে বলেন, জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তারা ভোটের অধিকার ফিরে পেতে চায়। জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জনগণই এ সরকারকে চায় না। তাই জনগণ স্বতঃস্ফূর্ত অবরোধ কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। বিএনপির নেতা-কর্মীরা রাজপথে আছে। বিপরীতে কী দেখছি, একদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা, অপরদিকে পুলিশ। ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, অন্যায়ভাবে চাঁদপুরের একজন রাজনৈতিক সজ্জন ব্যক্তিত্ব আকতার হোসেন মাঝিকে গ্রেফতার করা হয়েছে। যিনি ধানের শীষ নিয়ে পৌরসভার মেয়র পদে নির্বাচন করেছেন, চাঁদপুর সরকারি কলেজের ভিপি ছিলেন ও পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সকল মহলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ তিনি। তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি করা হচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি নাশকতা সন্ত্রাসে বিশ্বাস করে না। জনগণকে নিয়ে আমরা আন্দোলন করছি।

চাঁদপুরে ৭২ ঘণ্টার চলমান অবরোধে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের প্রথম দিন সকালে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করার চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগের প্রতিরোধে মুখে এবং পুলিশি তৎপরতায় বেশিক্ষণ রাস্তায় থাকতে পারিনি। শহরের প্রতিটি ওয়ার্ড এমনকি ইউনিয়ন এলাকায় অবরোধের বিপক্ষে পাল্টা মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। পাশাপাশি যে কোনো নাশকতা এড়াতে কড়া পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগে থেকেই বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয় এবং গাড়িবহর নিয়ে জেলা ও থানা পুলিশের সড়কজুড়ে টহল ছিলো চোখে পড়ার মতো। তবে দূরপাল্লার যানবাহন, লঞ্চ ও ট্রেনে যাত্রীস্বল্পতা দেখা যায়।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপিসহ কয়েকটি দল ও জোটের তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয় মঙ্গলবার। আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশে ৭২ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। বিরোধী দলগুলোর এই কর্মসূচির বিপরীতে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো। দেশের প্রতিটি এলাকার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে এবং দলীয় কার্যালয়ে এ তিন দিন সকাল থেকেই অবস্থান নেন সরকার দলীয় সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়